মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৮৩
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৩। হযরত জুনদুব (রাঃ) বলেন, আমাকে অমুক লোক বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ নিহত ব্যক্তি কিয়ামতের দিন তাহার হত্যাকারীকে পাকড়াও করিয়া লইয়া আসিবে এবং (পরওয়ারদেগারকে) বলিবে, এই লোকটিকে জিজ্ঞাসা করুন, সে আমাকে কেন কতল করিয়াছে? তখন সে (হত্যাকারী) বলিবে, আমি অমুক শক্তিধরের বলে বলীয়ান হইয়া এই ব্যক্তিকে কতল করিয়াছি। বর্ণনাকারী জুনদুব (রাঃ) বলেন, অতএব, তোমরা হত্যাকারীর সহায়তা হইতে বাঁচিয়া থাক। —নাসায়ী
وَعَن جُنْدبٍ قَالَ: حَدَّثَنِي فُلَانٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَجِيءُ الْمَقْتُولُ بِقَاتِلِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي؟ فَيَقُولُ: قَتَلْتُهُ عَلَى مُلْكِ فُلَانٍ . قَالَ جُنْدُبٌ: فاتَّقِها. رَوَاهُ النَّسَائِيّ
