মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৭৪। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি অন্য কাহাকেও স্বেচ্ছায় হত্যা করিবে, তাহাকে (হত্যাকারীকে) নিহত ব্যক্তির অভিভাবক ও ওলী ওয়ারিসদের হাতে সোপর্দ করা হইবে। তাহারা যদি ইচ্ছা করে, তবে এই ব্যক্তিকে হত্যা করিতে পারে। আর যদি চায় তবে দিয়ত (রক্তপণ) গ্রহণ করিয়া তাহাকে ছাড়িয়াও দিতে পারে। আর রক্তপণ হইল (একশত উট) ত্রিশটি 'হিক্কা' (যেই উটের বয়স তিন বৎসর পরিপূর্ণ হইয়া চতুর্থ বৎসরে পড়িয়াছে)। ত্রিশটি 'জাযআ' (চার বৎসর পূর্ণ হইয়া পঞ্চমে পড়িয়াছে)। এবং চল্লিশটি ‘খালেফাহ্’ (গর্ভধারণ করার বয়স হইয়াছে)। আর নিহত ব্যক্তির অভিভাবক যদি ইহার চাইতে কম উট গ্রহণ করিয়াও রাযী হইয়া যায়, তাহাও হইতে পারে। —তিরমিযী
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَتَلَ مُتَعَمِّدًا دُفِعَ إِلَى أولياءِ المقتولِ فإِنْ شاؤوا قَتَلوا وإِنْ شَاؤوا أَخَذُوا الدِّيَةَ: وَهِيَ ثَلَاثُونَ حِقَّةً وَثَلَاثُونَ جَذَعَةً وَأَرْبَعُونَ خَلِفَةً وَمَا صَالَحُوا عَلَيْهِ فَهُوَ لَهُمْ . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে বর্ণিত দিয়ত ও উটের হিসাব ইমাম শাফেয়ী ও মুহাম্মদ (রঃ)-এর মাযহাব অনুযায়ী হইয়াছে। কিন্তু ইমাম আবু হানীফা ও আবু ইউসুফ (রঃ) বলেন, উটকে চারি প্রকারে বিভক্ত করা হইবে। পঁচিশটি 'বিনতে মাখায', পঁচিশটি 'বিনতে লাবুন', পঁচিশটি ‘হিক্কা এবং পঁচিশটি 'জাযআ'। সায়েব ইবনে ইয়াযীদের হাদীসই তাঁহাদের দলীল, “যাহাতে দিয়তের ১০০ উটকে চারিভাগে বিভক্ত করা হইয়াছে।" তাঁহাদের মতে ইমাম শাফেয়ীর দলীল গ্রহণযোগ্য নহে। কেননা, এই ব্যাপারে সাহাবাদের মধ্যে মতবিরোধ রহিয়াছে। কাজেই নিম্নমানের পরিমাণ যাহা নিঃসন্দেহে প্রমাণিত, উহাই গ্রহণযোগ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৭৪ | মুসলিম বাংলা