মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৭৫
- কিসাসের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৭৫। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত মুসলমানের প্রাণ সমপর্যায়ের এবং একজন সাধারণ মুসলমান যদি কাহাকেও আশ্রয় বা নিরাপত্তা প্রদান করে, তাহা প্রত্যেক মুসলমানকে রক্ষা করিতে হইবে এবং যদি দূরে কোন বিচ্ছিন্ন সেনাদল গনীমতের মাল হাসিল করে, তবে (সেনাপতির) নিকটবর্তী পূর্ণবাহিনী ও উহার অংশীদার হইবে। আর অমুসলিমদের মোকাবেলায় সমস্ত মুসলমান এক অভিন্ন শক্তি বা সংগঠন। সাবধান! কোন কাফেরের বদলে কোন মুসলিমকে কতল করা যাইবে না। আর যে ব্যক্তি চুক্তিতে আব্দ্ধ রহিয়াছে, চুক্তি বহাল থাকা পর্যন্ত তাহাকে হত্যা করা যাইবে না। –আবু দাউদ ও নাসায়ী।
كتاب القصاص
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُونَ تَتَكَافَأُ دِمَاؤُهُمْ وَيَسْعَى بِذِمَّتِهِمْ أَدْنَاهُمْ وَيَرُدُّ عَلَيْهِمْ أَقْصَاهُمْ وَهُمْ يَدٌ عَلَى مَنْ سِوَاهُمْ أَلَا لَا يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ وَلَا ذُو عَهْدٍ فِي عَهْدِه» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান