মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৬৭
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬৭। হযরত আবুদ্দারদা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যতক্ষণ নাগাদ কোন মু'মিন অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত সে নেক কাজের মধ্যে দ্রুতগামী থাকে। কিন্তু যখনই সে হারামভাবে কাহাকেও খুন করিল, তখনই তাহার ঐ শুভ গমন থামিয়া যাইবে। —আবু দাউদ
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَزَالُ الْمُؤْمِنُ مُعْنِقًا صَالِحًا مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا فَإِذَا أَصَابَ دَمًا حَرَامًا بَلَّحَ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মু'মিন তাহার আমলের মধ্যে যেইভাবে স্বতঃস্ফূর্ত অগ্রসর হইতে থাকে, নাহক হত্যার দরুন উহা বন্ধ হইয়া যায় এবং নেক কাজে আল্লাহর মদদ হইতে সে বঞ্চিত হইয়া পড়ে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৬৭ | মুসলিম বাংলা