মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬৬। হযরত আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ (রাঃ) বলেন, হযরত ওসমান ইবনে আফ্ফান (রাঃ) তাঁহাকে অবরোধের সময় উচ্চস্থান হইতে (বিদ্রোহীদিগকে) লক্ষ্য করিয়া বলিলেন, আমি তোমাদিগকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, তোমরা কি এই সম্পর্কে অবগত আছ যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানের রক্ত তিন কাজের কোন একটি ব্যতীত হালাল নহে। বিবাহের পর যিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া, ইসলাম গ্রহণের পর কুফরী করা বা মুরতাদ হওয়া এবং নাহক কোন লোককে হত্যা করা, এই তিন কাজের কোন একটি করিলে তাহাকে কতল করা যাইবে। তবে আমার কথা হইল এই, আল্লাহর কসম! আমি জাহিলী যুগেও ব্যভিচারে লিপ্ত হই নাই এবং ইসলামের মধ্যেও না। যেই দিন হইতে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে ইসলামের বায়আত গ্রহণ করিয়াছি, সেই দিন হইতে কখনও মুরতাদ হই নাই। আর এমন কোন ব্যক্তিকেও আমি হত্যা করি নাই, যাহা আল্লাহ্ হারাম করিয়াছেন। কাজেই আমার জিজ্ঞাস্য! এতদসত্ত্বেও কেন তোমরা আমাকে হত্যা করিতে চাও। –তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্, আর দারেমী শুধু হাদীসের অংশ বর্ণনা করিয়াছেন। (ঘটনা বর্ণনা করেন নাই।
وَعَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَشْرَفَ يَوْمَ الدَّارِ فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثلاثٍ: زِنىً بَعْدَ إِحْصَانٍ أَوْ كُفْرٌ بَعْدَ إِسْلَامٍ أَوْ قتْلِ نفْسٍ بِغَيْر حق فَقتل بِهِ ؟ فو الله مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ وَلَا إِسْلَامٍ وَلَا ارْتَدَدْتُ مُنْذُ بَايَعْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا قَتَلْتُ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ فَبِمَ تَقْتُلُونَنِي؟ رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه وللدارمي لفظ الحَدِيث

হাদীসের ব্যাখ্যা:

يوم الدار - মিসর ইত্যাদি এলাকার বহিরাগত বিদ্রোহীদের দ্বারা মুহাম্মদ ইবনে আবু বকর প্রমুখের নেতৃত্বে হযরত ওসমান (রাঃ) যে নিজ গৃহে অবরুদ্ধ হইয়াছিলেন এবং শেষ পর্যন্ত বিদ্রোহীদের হাতেই তিনি শহীদ হইয়াছিলেন। ফলে তাঁহার আবেদন বিদ্রোহীদের কাছে অরণ্যে রোদনই প্রমাণ হইল। “ইয়াওমুদ্দ্বার” দ্বারা হাদীসে সেই ঘটনার দিকেই ইঙ্গিত করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৬৬ | মুসলিম বাংলা