মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৬৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কিয়ামতের দিন নিহত ব্যক্তি তাহার হস্তের দ্বারা হত্যাকারীর ললাটের কেশগুচ্ছ ও মাথা পাকড়াইয়া আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থিত হইবে যে, তাহার রগসমূহ হইতে রক্তক্ষরণ হইতেছে এবং ফরিয়াদ করিবে, হে আমার পরওয়ারদেগার! এই ব্যক্তিই আমাকে হত্যা করিয়াছে। এই কথা বলিতে বলিতে সে আরশের নিকটবর্তী হইয়া যাইবে। —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَجِيءُ الْمَقْتُولُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخُبُ دَمًا يَقُولُ: يَا رَبِّ قَتَلَنِي حَتَّى يُدْنِيَهُ مِنَ العرشِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য সকল অত্যাচারিত লোকদের মধ্যে অন্যায়ভাবে নিহত ব্যক্তি আল্লাহর নিকট এতই অধিক করুণার পাত্র হইবে যে, অত্যাচারের প্রমাণস্বরূপ প্রবাহিত রক্ত সহ আরশে আযীমের নিকট আসিয়া তাহারা ফরিয়াদ পেশ করিবার সুযোগ পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৬৫ | মুসলিম বাংলা