মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৬৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬৪। হযরত আবু সায়ীদ খুদরী ও হযরত আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেনঃ আসমান ও যমীনের সমস্ত বাসিন্দারা যৌথভাবে যদি এক মু'মিনকে হত্যা করে, তাহা হইলে আল্লাহ্ তা'আলা ইহার শাস্তিস্বরূপ সকলকে জাহান্নামে নিক্ষেপ করিবেন। –তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
وَعَن أبي سعيدٍ وَأبي هريرةَ عَن رسولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَالْأَرْضِ اشْتَرَكُوا فِي دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসের মুখ্য উদ্দেশ্য হইল— “নাহক খুন”। ইহা আল্লাহ্র নিকট এমন জঘন্য অপরাধ যে, ইহাতে পৃথিবীর সমস্ত লোকও জড়িত থাকিলে তাহাদেরকে আল্লাহ্ কখনও ক্ষমা করিবেন না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৬৪ | মুসলিম বাংলা