মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৬৮
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬৮। হযরত আবুদ্দারদা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যায় অথবা স্বেচ্ছায় কোন মু'মিনকে হত্যা করে, আশা করা যায় যে, এমন গুনাহ্ ব্যতীত আল্লাহ্ তা'আলা অন্য সর্বপ্রকারের গুনাহ্ মাফ করিয়া দিবেন। – আবু দাউদ।
وَعَنْهُ عَنْ

رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ إِلَّا مَنْ مَاتَ مُشْرِكًا أَوْ مَنْ يقتُلُ مُؤمنا مُتَعَمدا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি মু'মিনকে কতল করা হালাল মনে করিয়া তাহাকে হত্যা করে, সে কখনও ক্ষমা পাইবে না, অন্যথায় নির্ধারিত শাস্তি ভোগের পর ক্ষমা পাইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৬৮ | মুসলিম বাংলা