মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৫২
প্রথম অনুচ্ছেদ
৩৪৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বর্ণনা করিয়াছেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে কেহ কোন মুআহিদ (যাহাকে মুসলমানেরা নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়াছে তাহা)-কে হত্যা করিবে, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাইবে না। যদিও উহার সুগন্ধি চল্লিশ বৎসরের দূরত্ব হইতে পাওয়া যায়। -বুখারী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ مُعَاهِدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أربعينَ خَرِيفًا» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা যায় যে, দারুল ইসলামে যিম্মী এবং নিরাপত্তা প্রদত্ত কাফেরের জান-মালও মুসলমানের ন্যায় সংরক্ষিত, তাহাদেরে হত্যা করাও জঘন্যতম অপরাধ।
