মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৫৩
প্রথম অনুচ্ছেদ
৩৪৫৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর হইতে নিক্ষেপ করিয়া আত্মহত্যা করিয়াছে, সে জাহান্নামের মধ্যে হামেশা ঐরূপভাবে নিজেকে নিক্ষেপ করিতে থাকিবে। আর যে ব্যক্তি বিষ পান করিয়া আত্মহত্যা করিয়াছে, সেও জাহান্নামের মধ্যে সর্বদা ঐরূপভাবে নিজ হাতে বিষ পান করিতে থাকিবে। আর যে ব্যক্তি কোন ধারাল অস্ত্র দ্বারা আত্মহত্যা করিয়াছে, সে ব্যক্তির হাতে ঐ ধারাল অস্ত্র থাকিবে, যদ্ধারা সে জাহান্নামের মধ্যে সর্বদাই নিজের পেটকে কুঁড়িতে থাকিবে। — মোত্তাঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهَا خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جهنَّمَ خَالِدا مخلَّداً فِيهَا أبدا»
হাদীসের ব্যাখ্যা:
আত্মহত্যাকারী হামেশার জন্য জাহান্নামী নহে। যদি সে মৃত্যুকালে ঈমানের সাথে মৃত্যুবরণ করে, তাহা হইলে পরে এক সময় আযাব হইতে নাজাত পাইবে। তবে এই হাদীসের মধ্যে خالدا مخلدا অর্থ হইল, দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামে থাকিবে। যেমন, আমরা দো'আ প্রকাশে বলিয়া থাকি خلد الله ملكه অর্থ, আল্লাহ্ তাহার রাজত্বকে দীর্ঘস্থায়ী করুন। অথবা ঐ ব্যক্তি উদ্দেশ্য, যে আত্মহত্যার পূর্বে ঈমানকেও বর্জন করিয়া ফেলিয়াছে।
