মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৫১
প্রথম অনুচ্ছেদ
৩৪৫১। অন্য এক রেওয়ায়তে জুনদুব ইবনে আব্দুল্লাহ্ আল-বাজালী (রাঃ) হইতে বর্ণিত আছে—রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (উসামাকে লক্ষ্য করিয়া) বলিলেন, কিয়ামতের দিন যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ্ (অভিযোগ লইয়া ) তোমার নিকট আসিবে, তখন তোমার কি উপায় হইবে? এই কথাটি তিনি কয়েকবার উচ্চারণ করিলেন। ——মুসলিম
وَفِي رِوَايَةِ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَيْفَ تَصْنَعُ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ إِذَا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ؟» . قَالَهُ مِرَارًا. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আগের হাদীসে বিস্তারিত ব্যাখ্যা গিয়েছে।
.
tahqiqতাহকীক:তাহকীক চলমান