মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪৪১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪১। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, ওকবা ইবনে আমের (রাঃ)-এর ভগ্নী মান্নত করিল যে, সে পায়ে হ্যাঁটিয়া হজ্জ করিবে, অথচ তাহার সেই শক্তি-সামর্থ্য নাই। তখন নবী (ﷺ) বলিলেনঃ তোমার ভগ্নী হ্যাঁটিয়া যাউক, আল্লাহ তা'আলা ইহার মুখাপেক্ষী নন; সুতরাং সে যেন সওয়ারীতে সওয়ার হইয়া যায় এবং একটি উট কুরবানী করে। ইহা আবু দাউদ ও দারেমীর রেওয়ায়ত, অবশ্য আবু দাউদের অন্য একটি রেওয়ায়তে আছে—নবী (ﷺ) উক্ত মহিলাকে সওয়ার হইয়া যাওয়ার এবং পরে একটি কুরবানী আদায় করিবার জন্য আদেশ করিলেন। আবু দাউদের অন্য আরেক রেওয়ায়তে আছে—নবী (ﷺ) বলিয়াছেন, তোমার ভগ্নীর এই কষ্টের জন্য আল্লাহ্ কোন সওয়াব দান করিবেন না। সুতরাং সে যেন সওয়ার হইয়া হজ্জ করে এবং তাহার কসমের আদায় করে।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَة وَأَنَّهَا لَا تطِيق ذَلِكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ مَشْيِ أُخْتِكَ فَلْتَرْكَبْ وَلْتُهْدِ بَدَنَةً» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَرْكَبَ وَتُهْدِيَ هَدْيًا وَفِي رِوَايَةٍ لَهُ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَصْنَعُ بِشَقَاءِ أُخْتِكَ شَيْئًا فَلْتَرْكَبْ ولتحج وتكفر يَمِينهَا»
