মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৪২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মালেক বলেন, ওকবা ইবনে আমের (রাঃ) নবী (ﷺ)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তাহার ভগ্নী এই মান্নত করিয়াছে যে, সে খালি পায়ে এবং খোলা মাথায় হজ্জ করিবে। তখন তিনি বলিলেনঃ তাহাকে বল সে যেন মাথা ঢাকিয়া নেয় ও সওয়ার হইয়া হজ্জ আদায় করে এবং পরে তিনটি রোযা রাখে। –আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ أَنَّ عُقْبَةَ بن عَامر سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَحُجَّ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ فَقَالَ: «مُرُوهَا فَلْتَخْتَمِرْ وَلْتَرْكَبْ وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

ওকবার ভগ্নী হইলেন ‘উম্মে হেব্বান'। এই হাদীস হইতেও বুঝা যায় যে, অবৈধ কাজে মান্নত করিলে উহা পুরা করিবে না; বরং উহার কাফ্ফারা আদায় করিয়া দিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৪২ | মুসলিম বাংলা