মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৪০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪০। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি মক্কা বিজয়ের দিন দাড়াইয়া বলিল, হে আল্লাহর রাসূল! আমি এই মান্নত করিয়াছি, যদি মহাপরাক্রমশালী আল্লাহ তা'আলা আপনাকে মক্কা বিজয়ী করেন, তাহা হইলে আমি বায়তুল মুকাদ্দাসে (মসজিদে আকসায়) দুই রাকআত নামায পড়িব। তিনি বলিলেনঃ এই জায়গায় নামায পড়িয়া লও । লোকটি আবারও তাহার কথাটি পুনরাবৃত্তি করিল। তিনি আবারও বলিলেন, এই জায়গায় নামায পড়িয়া লও। লোকটি আবারও তৃতীয়বার কথাটি পুনরাবৃত্তি করিল। এইবার তিনি একটু রাগের সাথে বলিলেন, তোমার মনে যাহা চায় তাহাই কর। – আবু দাউদ ও দারেমী
وَعَن جَابر بن عبد الله: أَنَّ رَجُلًا قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ: يَا رَسُول الله لِلَّهِ عَزَّ وَجَلَّ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ رَكْعَتَيْنِ قَالَ: «صلى الله عَلَيْهِ وَسلم هَهُنَا» ثمَّ عَاد فَقَالَ: «صل هَهُنَا» ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ: «شَأْنَكَ إِذًا» . رَوَاهُ أَبُو دَاوُد والدارمي

হাদীসের ব্যাখ্যা:

“এই জায়গায় নামায পড়িয়া লও”। এই নির্দেশ এই জন্য করিয়াছিলেন যে, বায়তুল্লাহ্ শরীফ হইল সমস্ত মসজিদের চাইতে উত্তম স্থান। অথবা এরূপ স্থানবিশেষের মান্নত করিলেও যে কোন এক স্থানে পড়িলেই চলে; কিন্তু যখন তিনি আবারও প্রশ্ন করিলেন, তখন তিনি কিঞ্চিত ক্রোধভরে বলিলেন, তোমার মনে যাহা চায় তাহাই কর। বাদায়ে কিতাবে উল্লেখ আছে যে, যদি কেহ মান্নত করে, আমি অমুক জায়গায় দুই রাকআত নামায পড়িব অথবা অমুক শহরের ফকীর মিসকীনদিগকে ইহা দান-সদকা করিব, তখন ইমাম আ'যম ও ছাহেবাইন বলেনঃ যে কোন স্থানে নামায পড়িলে কিংবা যে কোন স্থানের ফকীরকে সদকা করিলে উহা আদায় হইয়া যাইবে। যদিও স্থান নির্দিষ্ট করিয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৪০ | মুসলিম বাংলা