মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪২৫
তৃতীয় অনুচ্ছেদ
৩৪২৫। হযরত আবুল আহওয়াস আওফ ইবনে মালেক তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি (মালেক) বলেন, আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমি প্রয়োজনবশতঃ আমার চাচাত ভাইয়ের কাছে যাইয়া কিছু (সাহায্য) চাহিলাম; কিন্তু সে আমাকে কিছুই দেয় নাই এবং আমার সাথে ভাল ব্যবহারও দেখায় নাই। অতঃপর এক সময় সে অভাবে পড়িয়া আমার কাছে ধর্ণা দিল এবং কিছু (সাহায্য) চাহিল, অথচ আমি এই শপথ করিয়া ফেলিয়াছিলাম যে, তাহাকে কিছুই দিব না এবং তাহার সাথে সদ্ব্যবহারও করিব না। সুতরাং এখন আমি কি করিব, আপনি আমাকে সেই আদেশ করুন। (মালেক বলেন, আমার এই কথার উত্তরে) তখন তিনি আমাকে এই আদেশ করিলেন যে, আমি যেন সেই কাজটিই করি যাহা উত্তম। (অর্থাৎ, তাহার প্রয়োজন পূরণ করি এবং তাহার সাথে ভাল ব্যবহার দেখাই,) আর পরে আমার কসমের কাফ্ফারা আদায় করিয়া দেই। —নাসায়ী ও ইবনে মাজাহ্
আর অপর এক রেওয়ায়তে আছে, মালেক বলেন, আমি বলিলাম, হে আল্লাহর রাসূল ! আমার চাচাত ভাই এক সময় আমার নিকট আসিয়া কিছু সাহায্য কামনা করিল, তখন আমি শপথ করিলাম যে, তাহাকে কিছুই দিব না এবং তাহার সাথে ভাল ব্যবহারও দেখাইব না। (সুতরাং এখন আমি কি করিব?) উত্তরে তিনি বলিলেনঃ তুমি তোমার কসমের কাফ্ফারা আদায় করিয়া দাও ।
اَلْفَصْلُ الثَّالِثُ
عَن أَبِي الْأَحْوَصِ

عَوْفِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ ابْنَ عَم لي آتيه فَلَا يُعْطِينِي وَلَا يَصِلُنِي ثُمَّ يَحْتَاجُ إِلَيَّ فَيَأْتِينِي فَيَسْأَلُنِي وَقَدْ حَلَفْتُ أَنْ لَا أُعْطِيَهُ وَلَا أَصِلَهُ فَأَمَرَنِي أَنْ آتِيَ الَّذِي هُوَ خَيْرٌ وَأُكَفِّرَ عَنْ يَمِينِي. رَوَاهُ النَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ يَأْتِينِي ابْنُ عَمِّي فَأَحْلِفُ أَنْ لَا أُعْطِيَهُ وَلَا أَصِلَهُ قَالَ: «كَفِّرْ عَنْ يَمِينِكَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪২৫ | মুসলিম বাংলা