মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪২৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪২৪। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কসম করার সঙ্গে সঙ্গেই ইনশাআল্লাহ্ বলিল, সে উক্ত কসমের বিপরীত কাজ করিলে গুনাহ্গার হইবে না। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। তবে তিরমিযী বলিয়াছেন, ওলামাদের এক জমাআত হাদীসটিকে ইবনে ওমর (রাঃ)-এর উপর মউকুফ করিয়াছেন। অর্থাৎ, রাসূলুল্লাহ্ (ﷺ) পর্যন্ত হাদীসটি পৌঁছায় নাই।
مَرْفُوع وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله ليه وَسَلَّمَ قَالَ: مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَقَالَ: إِنْ شَاءَ اللَّهُ فَلَا حِنْثَ عَلَيْهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَذَكَرَ التِّرْمِذِيُّ جَمَاعَةً وَقَفُوهُ عَلَى ابْنِ عُمَرَ
হাদীসের ব্যাখ্যা:
মূল বাক্যের সহিত 'ইনশাআল্লাহ্' সংযুক্ত থাকিলে উহার দ্বারা উক্ত বাক্যের হুকুম বাতিল হইয়া যায়। ইমাম আবু হানীফাসহ অধিকাংশ ওলামাদের ইহাই অভিমত।
