মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪২৩
- শপথ ও মান্নতের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন শপথ করিতেন, তখন তিনি বলিতেনঃ 'ইহা নহে এবং আমি আল্লাহর নিকট ক্ষমা চাহিতেছি।' –আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الأيمان والنذور
وَعَن أبي هُرَيْرَة قَالَ: كَانَتْ يَمِينُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَلَفَ: «لَا وَأَسْتَغْفِرُ اللَّهَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

মূল বাক্যের পূর্বে لا শব্দ ব্যবহার করিবার অর্থ হইল, সাবেক কথা হইতে ফিরিয়া যাওয়া অথবা ইহা কথা বলার একটি ব্যবহারিক রীতি মাত্র এবং মূল বাক্যের সহিত ইহার কোন সম্পর্ক নাই। ‘আস্তাগফিরুল্লাহ্' বাক্যটিও শপথ বাক্য নহে। অতএব, উহার দ্বারা কসম হয় না, শুধুমাত্র কসমের সাথে সাদৃশ্যের কারণে এই ধরনের উক্তিকে কসম বলিয়া উল্লেখ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান