মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪০৮
প্রথম অনুচ্ছেদ
৩৪০৮। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা প্রতিমার নামে এবং তোমাদের বাপ-দাদার নামে শপথ করিও না। —মুসলিম
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْلِفُوا بِالطَّوَاغِي وَلَا بِآبَائِكُمْ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

'আত-তাওয়াগী'—বহুবচন, একবচনে 'তাগিয়াতুন', অর্থ দেব-দেবী ও প্রতিমা ইত্যাদি। বস্তুতঃ জাহেলী যুগে তাহারা বাপ-দাদা এবং দেবতা প্রতিমার নামে শপথ করিত। এখন ইসলাম গ্রহণ করার পরও সাবেক অভ্যাস অনুযায়ী যেন শপথ না করিয়া বসে, সেই জন্য উহাকে সতর্কতামূলকভাবে নিষেধ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪০৮ | মুসলিম বাংলা