মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৪০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৪০। ইমাম মালেক বলেন, আমার নিকট বিশ্বস্ত সূত্রে পৌঁছিয়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বাঁদীদের সাথে এক ঋতু ইস্তেবরা করিতে বলিতেন, যদি সে ঋতুধারিণী হয় আর তিন মাস যদি তার ঋতু না আসে এবং তিনি নিষেধ করিতেন অন্যের খেতে পানি দিতে।
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَن مَالِكٍ قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِاسْتِبْرَاءِ الْإِمَاءِ بِحَيْضَةٍ إِنْ كَانَتْ مِمَّنْ تَحِيضُ وَثَلَاثَةِ أَشْهُرٍ إِنْ كَانَت مِمَّن تحيض وَينْهى عَن سقِِي مَاء الْغَيْر
tahqiqতাহকীক:তাহকীক চলমান