মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৩৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৩৯। হযরত রুআইফে' ইবনে সাবেত আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হুনাইন যুদ্ধের তারিখে বলিয়াছেনঃ আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এমন কোন ব্যক্তির পক্ষে জায়েয নহে যে, অন্যের খেতে পানি দেয়। রুআইফে’ বলেন, ‘অন্যের খেতে পানি দেওয়া' দ্বারা হুযূর (ﷺ) গর্ভিণী দাসীর সাথে সহবাস করাকেই বুঝাইয়াছেন। তিনি আরও বলিয়াছেন, আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এমন ব্যক্তির পক্ষে জায়েয নহে, সে কোন বন্দিনী নারীর সাথে সহবাস করে, যাবৎ না সে তাহার ইস্তেবরা করে এবং আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে এমন ব্যক্তির পক্ষে জায়েয নহে ‘গনীমত' বিক্রয় করে, যাবৎ না উহা বন্টিত হয়। –আবু দাউদ। আর তিরমিযী “অন্যের খেতে পানি” পর্যন্ত রেওয়ায়ত করিয়াছেন।
كتاب النكاح
وَعَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَوْم حُنَيْنٍ: «لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يسْقِي مَاء زَرْعَ غَيْرِهِ» يَعْنِي إِتْيَانَ الْحُبَالَى «وَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَقَعَ عَلَى امْرَأَةٍ مِنَ السَّبْيِ حَتَّى يَسْتَبْرِئَهَا وَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَبِيعَ مَغْنَمًا حَتَى يُقَسَّمَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَاهُ التِّرْمِذِيّ إِلَى قَوْله «زرع غَيره»