মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৪১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৪১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, যখন কোন সহবাস করা বাঁদী দান করা হয় অথবা বিক্রি করা হয় অথবা আযাদ করা হয়, তখন দ্বিতীয় মালিক বা স্বামী যেন তাহার গর্ভাশয়ের ইস্তেবরা করে এক ঋতু। তবে কুমারীর ইস্তেবরা করার দরকার হয় না। —রযীন উক্ত হাদীস দুইটি বর্ণনা করিয়াছেন।
كتاب النكاح
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ قَالَ: إِذَا وُهِبَتْ الْوَلِيدَةُ الَّتِي تُوطَأُ أَوْ بِيعَتْ أَوْ أُعْتِقَتْ فَلْتَسْتَبْرِئْ رَحِمَهَا بِحَيْضَةٍ وَلَا تُسْتَبْرَئُ الْعَذْرَاءُ. رَوَاهُمَا رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান