মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৯৩
১১. তৃতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৯৩। ইমাম মালেক হইতে বর্ণিত আছে, তাঁহার নিকট খবর পৌঁছিয়াছে যে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসকে বলিল, আমি আমার স্ত্রীকে একশত তালাক দিয়াছি, এখন আমার প্রতি আপনার কি নির্দেশ ? ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, তিনটির দ্বারাই তোমার স্ত্রী তালাক হইয়া গিয়াছে; আর সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর কিতাবের সাথে বিদ্রূপ করিয়াছ। —মালেক—মুআত্তায়
وَعَن مَالك بلغه رَجُلًا قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ: إِنِّي طَلَّقْتُ امْرَأَتِي مِائَةَ تَطْلِيقَةٍ فَمَاذَا تَرَى عَلَيَّ؟ فَقَالَ ابْن عَبَّاس: طلقت مِنْك ثَلَاث وَسَبْعٌ وَتِسْعُونَ اتَّخَذْتَ بِهَا آيَاتِ اللَّهِ هُزُوًا. رَوَاهُ فِي الْمُوَطَّأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৯৩ | মুসলিম বাংলা