মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৯২
১১. তৃতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৯২। হযরত মাহমুদ ইবনে লবীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলা হইল, এক ব্যক্তি তাহার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়াছে। ইহা শুনিয়া তিনি রাগের সাথে দাঁড়াইয়া গেলেন এবং বলিলেনঃ আমি তোমাদের মধ্যে থাকিতেই কি আল্লাহর কিতাব লইয়া খেলা আরম্ভ হইল? ইহাতে এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, “ইয়া রাসূলাল্লাহ্। আমি কি তাহাকে হত্যা করিব না ?” – নাসায়ী
حَدِيث رِجَاله ثِقَات وَعَن مَحْمُود بن لبيد قل: أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثَ تَطْلِيقَاتٍ جَمِيعًا فَقَامَ غَضْبَانَ ثُمَّ قَالَ: «أَيُلْعَبُ بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ؟» حَتَّى قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَلَا أَقْتُلُهُ؟ . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর কিতাব লইয়া খেলা আরম্ভ হইল ? – কেননা, ইহা আল্লাহর কিতাবের বিপরীত। হুযুর (ﷺ)-এর এই উক্তি ও তাঁহার রাগের দ্বারা বুঝা গেল যে, একসাথে তিন তালাক দেওয়া বেদআত ও হারাম; তবে তালাক হইয়া যাইবে। — জমহুর সাহাবা, তাবেয়ীন ও ইমামগণের ইহাই মত। (বিস্তারিত আলোচনা অধ্যায়ের শেষে পরিশিষ্টে দেখুন।)
