মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৯১
১১. তৃতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৯১। তাবেয়ী নাফে সফিয়া বিনতে আবু ওবায়দের এক দাসী হইতে বর্ণনা করেন যে, সফিয়া তাহার সমস্ত সম্পদের বিনিময়ে তাহার স্বামী (আব্দুল্লাহ্ ইবনে ওমর) হইতে খোলা করিয়াছিলেন, অথচ আব্দুল্লাহ্ ইবনে ওমর তাহা (গ্রহণে) অসম্মতি জানান নাই। —মালেক
وَعَنْ نَافِعٍ عَنْ مَوْلَاةٍ لِصَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ أَنَّهَا اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا بِكُلِّ شَيْءٍ لَهَا فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ عمر. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
যে পরিমাণ মহর দিয়াছে 'খোলা'তে তাহার অধিক লওয়া জায়েয, তবে মাকরূহ।
