মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৮৪
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন বিষয়ের তত্ত্বে কথা ও হাসি মসকারী কথা উভয় তত্ত্ব কথা। —বিবাহ, তালাক ও রাজআত। —তিরমিযী ও আবু দাউদ। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ وَهَزْلُهُنَّ جَدُّ: النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرِّجْعَةُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
কেহ বিবাহে সম্মতি দিয়া বিবির প্রতি তালাকের শব্দ উচ্চারণ করিয়া অথবা তালাকের পর রাজআত করিয়া যদি বলে, আমি ইহা হাসি-মসকারী করিয়া বলিয়াছি—তাহার এই কথা গ্রাহ্য হইবে না।
