মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৮৩
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮৩। হযরত রুকানা ইবনে আব্দ ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি তাঁহার স্ত্রী সুহাইমাকে 'কাটাছিড়া' (নিশ্চিত) তালাক দিলেন এবং এই সম্পর্কে নবী করীম (ﷺ)কে অবগত করাইয়া বলিলেন, হুযূর, ইহা দ্বারা আমি এক তালাক ছাড়া আর কিছুই মনে করি নাই। তখন হুযূর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, “খোদার শপথ! তুমি কি এক তালাক ছাড়া কিছুই মনে কর নাই ?” রুকানা বলিলেন, খোদার শপথ! আমি এক তালাক ছাড়া কিছুই মনে করি নাই। ইহাতে রাসূলুল্লাহ্ (ﷺ) সুহাইমাকে তাঁহার নিকট ফিরাইয়া দিলেন। অতঃপর রুকানা খলীফা ওমরের আমলে তাহাকে দ্বিতীয় ও খলীফা ওসমানের আমলে তৃতীয় তালাক দিলেন। —আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী। কিন্তু শেষের তিন ব্যক্তি দ্বিতীয় ও তৃতীয় তালাকের উল্লেখ করেন নাই।
وَعَنْ رُكَانَةَ بْنِ عَبْدِ يَزِيدَ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ سُهَيْمَةَ الْبَتَّةَ فَأَخْبَرَ بِذَلِكَ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسلم وَقَالَ: وَالله مَا أردتُ إِلَّا وَاحِدَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا أَرَدْتَ إِلَّا وَاحِدَةً؟» فَقَالَ ركانةُ: واللَّهِ مَا أردتُ إِلَّا وَاحِدَة فَرَدَّهَا إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَلَّقَهَا الثَّانِيَةَ فِي زَمَانِ عُمَرَ وَالثَّالِثَةَ فِي زَمَانِ عُثْمَانَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ إِلَّا أَنَّهُمْ لَمْ يَذْكُرُوا الثانيةَ وَالثَّالِثَة

হাদীসের ব্যাখ্যা:

‘কাটাছিঁড়া’—মূলে 'বাত্তা' শব্দ রহিয়াছে, যাহার অর্থ, সোজাসুজি, নিশ্চিত। ইমাম শাফেয়ী (রঃ) মনে করেন, হুযূর (ﷺ) ইহাকে এক তালাক রাজয়ী গণ্য করিয়াছেন। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রঃ) মনে করেন, হুযূর (ﷺ) ইহাকে 'বায়েন' তালাক গণ্য করিয়াছেন এবং পুনঃ বিবাহের সাথেই ফেরত দিয়াছেন, যদিও পুনঃ বিবাহের উল্লেখ রাবী করেন নাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৮৩ | মুসলিম বাংলা