মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৮৫
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮৫। বিবি আয়েশা (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, জবরদস্তিতে তালাক ও মুক্তি লাভ হয় না । —আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا طَلَاقَ وَلَا عَتَاقَ فِي إِغْلَاقٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه قيل: معنى الإغلاق: الْإِكْرَاه
হাদীসের ব্যাখ্যা:
জোর করিয়া তালাক লইলে বা দাসমুক্তি লাভ করিলে ইহা গ্রাহ্য হয় না। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ ইহাই বলেন। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, জোর-জবরদস্তির তালাক ও মুক্তি গ্রাহ্য হয়। ইহাতে তিনি কেয়াস ও ওকাইলী বর্ণিত এক হাদীসের আশ্রয় গ্রহণ করিয়াছেন।
