মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৭৭
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, (হালালকে নিজের জন্য) হারাম করিলে উহাতে কাফফারা দেওয়া লাগিবে। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এ বিষয়ে তোমাদের জন্য উত্তম আদর্শ রহিয়াছে। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فِي الْحَرَامِ يُكَفَّرُ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ الله أُسْوَة حَسَنَة
হাদীসের ব্যাখ্যা:
কেহ যদি নিজের স্ত্রীকে বলে, তুমি আমার জন্য হারাম। ইহা যদি সে তালাক অর্থে ব্যবহার করিয়া থাকে, তবে তাহা তালাক অর্থে (বায়েন) হইয়া যাইবে। 'আর সহবাস করিবে না' অর্থে ব্যবহার করিলে 'ইলা' হইবে। ইলার মুদ্দতের মধ্যে সহবাস করিলে কাফফারা দিতে হইবে। কেননা, সে হালালকে হারাম করিয়াছে। আর হালালকে হারাম করিলে কাফফারা দিতে হয়। নবী করীম (ﷺ) কর্তৃক হালালকে হারাম করার এক ঘটনায় আল্লাহ্ তা'আলা কাফফারার নির্দেশ দিয়াছেন—যাহা পরের হাদীসে আসিতেছে।
