মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৭৬
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৬। বিবি আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে (তাঁহার নিকট না থাকার) এখতিয়ার দিয়াছিলেন আর আমরা আল্লাহ্ ও তাঁহার রাসূলকেই (অর্থাৎ, তাহাকেই) এখতিয়ার করিয়াছিলাম। ইহা তিনি আমাদের জন্য কিছুই গণ্য করিলেন না। — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: خَيَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَرْنَا اللَّهَ وَرَسُولَهُ فَلَمْ يَعُدَّ ذَلِكَ عَلَيْنَا شَيْئًا

হাদীসের ব্যাখ্যা:

এক ব্যক্তি তাহার স্ত্রীকে বলিল, “ইচ্ছা করিলে তুমি আমার নিকট থাকিতে পার আর ইচ্ছা করিলে চলিয়া যাইতে পার।” –এই চলিয়া যাওয়ার এখতিয়ার বা অধিকার দেওয়াতে তাহার স্ত্রীর প্রতি তালাক বর্তায় নাই। বিবি আয়েশা (রাঃ) এখানে একথাই বলিতেছেন। নবী করীম (ﷺ) যে তাঁহাদিগকে একবার এইরূপ অধিকার দিয়াছেন তাহার পূর্ণ বিবরণ উপরে 'নারীদের সাথে ব্যবহার' অধ্যায়ে গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান