মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৭৮
১১. প্রথম অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৮। বিবি আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি যয়নাব বিনতে জাহশের নিকট কিছু অধিক অপেক্ষা করিতেন। আর (ইহা আমাদের সহ্য হইত না।) একদিন তিনি তাঁহার নিকট কিছু মধু পান করিলেন। খবর পাইয়া আমি ও হাফসা এই পরামর্শ করিলাম, আমাদের মধ্যে যাহার নিকটই নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন না কেন—সে যেন বলে, আমি আপনার মুখে কিকর ফলের গন্ধ পাইতেছি, আপনি কি কিকর খাইয়াছেন? রাবী বলেন, অতঃপর হুযূর (ছাঃ) একজনের নিকট উপস্থিত হইলেন আর তিনি তাহা বলিলেন। হুযূর (ছাঃ) বলিলেন : যাক, আমি যয়নাব বিনতে জাহশের নিকট মধু খাইয়াছিলাম। আমি শপথ করিলাম, আর কখনও খাইব না। কিন্তু তুমি কাহাকেও বলিও না (তাহাতে যয়নাবের মনে কষ্ট হইবে)। রাবী বলেন, হুযূর (ছাঃ) অন্য বিবিদের সন্তুষ্টি বিধান উদ্দেশ্যেই মধু না খাওয়ার শপথ করিলেন। এ সময় এই আয়াত নাযিল হইল : (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ الله لَك تبتغي مرضاة أَزوَاجك) “হে নবী! আপনি কেন বিবিদের সন্তোষের জন্য উহা হারাম করেন যাহা আল্লাহ্ আপনার জন্য হালাল করিয়াছেন” শেষ পর্যন্ত ?
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَشَرِبَ عِنْدَهَا عَسَلًا فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ أَكَلْتَ مَغَافِيرَ؟ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ فَقَالَ: «لَا بَأْسَ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَلَنْ أَعُودَ لَهُ وَقَدْ حَلَفْتُ لَا تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا» يَبْتَغِي مرضاة أَزوَاجه فَنَزَلَتْ: (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ الله لَك تبتغي مرضاة أَزوَاجك)

الْآيَة

হাদীসের ব্যাখ্যা:

(১) বিবি আয়েশা সতীনসুলভ মনোভাবে উদ্বুদ্ধ হইয়াই এ ফন্দি আঁটিয়াছিলেন। (২) কিকর ফলের রস মধুর, কিন্তু উহার গন্ধ অপছন্দনীয়। (৩) এ আয়াতের পরে বলা হইয়াছে, قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ “(কাফ্ফারা দ্বারা) তোমাদের শপথসমূহকে হালাল করার কথা আল্লাহ্ তোমাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছেন।” (সূরা তাহরীম, আয়াত ২)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৭৮ | মুসলিম বাংলা