মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২০৯
৭. তৃতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৯। হযরত আনাস (রাঃ) বলেন, (তাঁহার মা) উম্মে সুলাইমকে (তাঁহার বাপের মৃত্যুর পর) হযরত আবু তালহা বিবাহ করেন। তাঁহাদের মহর ছিল ইসলাম। (ইহার বিবরণ এই যে,) উম্মে সুলাইম আবু তালহার পূর্বে ইসলাম গ্রহণ করেন। অতঃপর আবু তালহা তাঁহার বিবাহের প্রস্তাব করেন। তখন উম্মে সুলাইম বলেন, আমি ইসলাম গ্রহণ করিয়াছি, তুমি যদি ইসলাম গ্রহণ কর তবে তোমার সাথে বিবাহ হইতে পারে। অতঃপর আবু তালহা ইসলাম গ্রহণ করিলেন আর তাঁহাদের মহর হইল ইসলাম। —নাসায়ী
وَعَنْ أَنَسٍ قَالَ: تَزَوَّجَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ فَكَانَ صَدَاقُ مَا بَيْنَهُمَا الْإِسْلَامَ أَسْلَمَتْ أُمُّ سُلَيْمٍ قَبْلَ أَبِي طَلْحَةَ فَخَطَبَهَا فَقَالَتْ: إِنِّي قَدْ أَسْلَمْتُ فَإِنْ أَسْلَمْتَ نَكَحْتُكَ فَأَسْلَمَ فَكَانَ صدَاق مَا بَينهمَا. رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
হানাফীগণ বলেন, এখানেও মালই মহর ছিল, কিন্তু আবু তালহা উম্মে সুলাইমের কথায় ইসলাম গ্রহণ করার কারণে তিনি তাঁহাকে উহা হেবা করিয়া দেন।
