মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০৮
৭. তৃতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৮। উম্মুল মু'মিনীন বিবি উম্মে হাবীবা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি আব্দুল্লাহ্ (সহীহ ওবায়দুল্লাহ্) ইবনে জাহশের স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ্ হাবশায় মৃত্যুবরণ করেন। অতঃপর হাবশার বাদশা নাজ্জাশী তাঁহাকে নবী করীম (ﷺ)-এর সাথে বিবাহ দেন এবং তাঁহার পক্ষ হইতে চারি হাজার মহর আদায় করিয়া দেন। অপর বর্ণনায় আছে —চারি হাজার দেরহাম (মহর আদায় করিয়াছেন) এবং শুরাহবীল ইবনে হাসানার সাথে তাঁহাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট (মদীনায়) পাঠাইয়া দেন। —আবু দাউদ ও নাসায়ী
الْفَصْل الثَّالِث
عَنْ أُمِّ حَبِيبَةَ: أَنَّهَا كَانَتْ تَحْتَ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ فَمَاتَ بِأَرْضِ الْحَبَشَةِ فَزَوَّجَهَا النَّجَاشِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمْهَرَهَا عَنهُ أَرْبَعَة آلَاف. وَفِي رِوَايَة: أَرْبَعَة دِرْهَمٍ وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ شُرَحْبِيل بن حَسَنَة. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া হুযূর (ﷺ)-এর মদীনা হিজরতের পূর্বে দুই দল সাহাবী দুই কিস্তে হাবশায় (আবিসিনিয়ায়) হিজরত করেন। দ্বিতীয় দলে আবদুল্লাহ্ ও উম্মে হাবীবা দম্পতিও ছিলেন। আবদুল্লাহ্ সেখানে মারা গেলে হুযূর (ﷺ) উম্মে হাবীবার মনস্তুষ্টির জন্য তাঁহার বিবাহের প্রস্তাব করিয়া পাঠান। হাবশার বাদশা উম্মে হাবীবার অনুমতিক্রমে হুযূর (ﷺ)-এর সাথে তাঁহার বিবাহকার্য সম্পন্ন করেন এবং হুযূর (ﷺ)-এর পক্ষ হইতে মহর আদায় করিয়া দেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২০৮ | মুসলিম বাংলা