মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০৭
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৭। তাবেয়ী আলকামা হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, এক ব্যক্তি একটি স্ত্রীলোককে বিবাহ করিয়াছে, কিন্তু তাহার মহর নির্ধারণ করে নাই এবং তাহার সাথে সহবাসও করে নাই, অতঃপর সে মারা গিয়াছে, ইহার কি হুকুম? তিনি বলিলেন, স্ত্রীলোকটি তাহার পরিবারের অপর মেয়েদের সমান মহর পাইবে। তাহা হইতে কমও নহে, বেশীও নহে এবং সে স্বামীর মৃত্যুর ইদ্দত (শোক)-ও পালন করিবে এবং স্বামীর মীরাসও পাইবে। ইহা শুনিয়া হযরত মা'কাল ইবনে সিনান আশজায়ী দাঁড়াইয়া বলিলেন, আপনি যেরূপ ফয়সালা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বংশের মেয়ে বিরওয়া বিনতে ওয়াশিক সম্পর্কে অনুরূপ ফয়সালা করিয়াছেন। ইহা শুনিয়া হযরত ইবনে মাসউদ খুবই আনন্দিত হইলেন। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
وَعَنْ عَلْقَمَةَ عَنِ ابْنِ مَسْعُودٍ: أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَفْرِضْ لَهَا شَيْئا وَلم يدْخل بهَا حَتَّى مَاتَ فَقَالَ ابْنُ مَسْعُودٍ: لَهَا مِثْلُ صَدَاقِ نِسَائِهَا. لَا وَكْسَ وَلَا شَطَطَ وَعَلَيْهَا الْعِدَّةُ وَلَهَا الْمِيرَاثُ فَقَامَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ فَقَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِرْوَعَ بِنْتِ وَاشَقٍ امْرَأَةٍ مِنَّا بِمِثْلِ مَا قَضَيْتَ. فَفَرِحَ بِهَا ابْنُ مَسْعُودٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, বিবাহের সময় মহর নির্ধারিত না হইলেও বিবাহ জায়েয হয়, তবে মেয়ের পরিবারের অপর মেয়েদের সমান তাহার মহর দিতে হয়। ইহাকে মহরে মেসেল বলে, কিন্তু মহর একেবারে না হইলে বিবাহই হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান