মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২১০
৮. প্রথম অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২১০। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফের শরীরে (গায়ে বা কাপড়ে) হলুদ রংের চিহ্ন দেখিলেন। জিজ্ঞাসা করিলেনঃ এটি কি? তিনি বলিলেন, হুযুর, আমি এক খেজুর দানার ওজন স্বর্ণ দিয়া একটি স্ত্রীলোককে বিবাহ করিয়াছি। হুযূর (ছাঃ) বলিলেন, আল্লাহ্ তোমার বিবাহে বরকত দিন। 'ওলীমা' কর যদিও একটি বকরী দ্বারা হয়। —মোত্তাঃ
بَابُ الْوَلِيْمَةِ: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ: «مَا هَذَا؟» قَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

হাদীসের ব্যাখ্যা:

বিবাহের খানা করা ও দাওয়াত কবূল করা

বিবাহে লোকজনকে কিছু খাওয়ানোকে 'ওলীমা' বলে। ওলীমা সুন্নত। তবে নাম প্রকাশের জন্য খাওয়ানো বা গরীবদের ছাড়িয়া বড় লোকদের খাওয়ানোও গোনাহর কাজ। সামর্থ্যের বাহিরে ধার-উধার করিয়া খাওয়ানো অন্যায়। সুদী করজ করিয়া খাওয়ানো হারাম। ইহা দ্বারা বহু পরিবারকে উৎচ্ছন্ন হইতে দেখা গিয়াছে। ওলীমার জন্য কাহাকেও চাপ দেওয়া বা বাধ্য করা গোনাহর কাজ। — অনুবাদক

এটি কি? —অর্থাৎ, গায়ে রং মাখানো তো পুরুষের জন্য নিষেধ। উত্তরে আবদুর রহমান বলিলেন, আমি বিবাহ করিয়াছি। তাহার শরীরের জাফরান আমার শরীরে লাগিয়াছে। আমি ইচ্ছা করিয়া দিই নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান