মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০৪
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৪। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, সাবধান! তোমরা নারীদের মহর বাড়াইও না। কেননা, উহা যদি দুনিয়াতে সম্মানের এবং আখেরাতে আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হইত, তবে তোমাদের অপেক্ষা সেই ব্যাপারে নবী করীম (ﷺ)-ই অধিক উপযোগী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) বার উকিয়ার বেশী দিয়া তাঁহার কোন বিবিকে বিবাহ করিয়াছেন অথবা তাঁহার কোন কন্যাকে বিবাহ দিয়াছেন বলিয়া আমার জানা নাই। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا وَتَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنَ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

‘মহর বাড়াইও না'—ইহাতে বুঝা গেল যে, মহর বেশী নির্ধারণ করা উত্তম নহে। কেননা, আদায় করিতে না পারিলে উহা ঋণ থাকিয়া যায়; আর কাহারও ঋণ আল্লাহ্ কখনও মাফ করিবেন না।
‘বার উকিয়া'—বিবি আয়েশার হাদীসে রহিয়াছে সাড়ে বার উকিয়া, হযরত ওমর এখানে খুচরাটির উল্লেখ করেন নাই। সাড়ে বার উকিয়া পাঁচশত দেরহাম, এক দেরহাম সূক্ষ্ম হিসাবমতে তিন মাসা এক রতি ও এক রতির পাঁচ ভাগের এক ভাগ। সুতরাং সাড়ে বার উকিয়া বা পাঁচশত দেরহামে আমাদের ১৩১/০ তোলা (রূপা) হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান