মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২০৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে তাহার স্ত্রীর মহর এক অঞ্জলি ছাতু অথবা খেজুর দিয়াছে, সে তাহাকে হালাল করিয়া লইয়াছে। —আবু দাউদ
كتاب النكاح
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْطَى فِي صَدَاقِ امْرَأَتِهِ مِلْءَ كَفَّيْهِ سَوِيقًا أَوْ تَمْرًا فَقَدِ اسْتحلَّ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের রাবী ইসহাক ও মুসলিম মাজহুল। যদি হাদীসটি সহীহ হয়, তবে হানাফীদের মতে ইহা মহরে মুআজ্জাল বা নগদ মহর সম্পর্কেই উক্ত হইয়াছে।