মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২০৩
৭. প্রথম অনুচ্ছেদ - মোহর
৩২০৩। হযরত আবু সালামা (রাঃ) বলেন, আমি বিবি আয়েশাকে জিজ্ঞাসা করিলাম, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মহর কত ছিল? তিনি বলিলেন, তাঁহার বিবিদের মহর সাড়ে বার উকিয়া ছিল। যাহার পরিমাণ হইল পাঁচশত দেরহাম। —মুসলিম
وَعَنْ أَبِي سَلَمَةَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: كَمْ كَانَ صَدَاقُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَت: كَانَ صداقه لأزواجه اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ قَالَتْ: أَتَدْرِي مَا النَّشٌّ؟ قُلْتُ: لَا قَالَتْ: نِصْفُ أُوقِيَّةٍ فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ. رَوَاهُ مُسْلِمٌ. وَنَشٌّ بِالرَّفْعِ فِي شَرْحِ السّنة وَفِي جَمِيع الْأُصُول
