মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - (গোলামদের স্বাধীনতা প্রদান)
৩২০১। সেই হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, বারীরাকে মুক্তি দেওয়া হইল, অথচ তখন সে মুগীসের অধীনে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে (মুগীসের অধীনে থাকা না থাকার) এখতিয়ার দিলেন এবং বলিলেনঃ যদি সে তোমার মুক্তির পর তোমার সাথে সহবাস করিয়া থাকে, তবে তোমার এখতিয়ার নাই। —আবু দাউদ
(এ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ নাই)
وَعَنْهَا: أَنْ بَرِيرَةَ عَتَقَتْ وَهِيَ عِنْدَ مُغِيثٍ فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ لَهَا: «إِنْ قَرِبَكِ فَلَا خِيَارَ لَكِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান