মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২০০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - (গোলামদের স্বাধীনতা প্রদান)
৩২০০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি তাঁহার এক দাস দম্পতিকে আযাদ করিতে ইচ্ছা করিলেন এবং এ ব্যাপারে নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন। তিনি তাঁহাকে স্ত্রীর আগে স্বামীকে আযাদ করিতে নিৰ্দেশ দিলেন। –আবু দাউদ ও নাসায়ী
الْفَصْل الثَّانِي
عَنْ عَائِشَةَ: أَنَّهَا أَرَادَتْ أَنْ تَعْتِقَ مَمْلُوكَيْنِ لَهَا زَوْجٌ فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَبْدَأَ بِالرَّجُلِ قَبْلَ الْمَرْأَةِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
