মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৮
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৮। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি আমার বিবির সাথে 'আযল' করি। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ কেন তাহা কর? সে বলিল, আমি তাহার সন্তান সম্পর্কে ভয় করি। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি ইহা ক্ষতিকর হইত, তবে ইরানী ও রোমানদের ইহা ক্ষতি করিত। —মুসলিম
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ: أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أعزل عَن امْرَأَتي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لم تفعل ذَلِك؟» فَقَالَ الرَّجُلُ: أَشْفِقُ عَلَى وَلَدِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ ذَلِكَ ضاراً ضرّ فَارس وَالروم» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আমি আযল করি—অর্থাৎ, বর্তমান সন্তান যে পর্যন্ত না দুধ ছাড়ায় সে পর্যন্ত আমি 'আযল' করি। কেননা, আমি মনে করি, স্তন্যদান অবস্থায় নারী পুনরায় গর্ভধারণ করিলে কোলের সন্তানের ক্ষতি হয়। হুযূর (ﷺ) বলিলেন, তাহা হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৮ | মুসলিম বাংলা