মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৮৯
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৯। হযরত জুদামা বিনতে ওয়াহব (রাঃ) বলেন, একদা আমি আরও কতক "লোক সহকারে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইলাম, তখন তিনি বলিতেছিলেন : আমি 'গীলা' নিষেধ করিতে ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু আমি রোমান ও ইরানীদের দিকে দেখিলাম। দেখি তাহারা 'গীলা' করে; অথচ ইহা তাহাদের সন্তানদের কোন ক্ষতি করে না। অতঃপর লোকেরা তাঁহাকে 'আযল' সম্পর্কে জিজ্ঞাসা করিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা হইল জীবন্ত কন্যা পুঁতিয়া দেওয়া; তবে প্রচ্ছন্নভাবে। ইহা আল্লাহর এই কালামের অন্তর্গত—“যখন জীবন্ত পোঁতা কন্যাকে জিজ্ঞাসা করা হইবে।” —মুসলিম
وَعَن جذامة بِنْتِ وَهْبٍ قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: «لقد هَمَمْت أَن أَنْهَى عَنِ الْغِيلَةِ فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا» . ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَلِكَ الوأد الْخَفي وَهِي (وَإِذا الموؤودة سُئِلت)
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
(ক) 'গীলা' স্তন্যদানকালে স্ত্রীর সাথে সহবাস করা। (খ) খাওয়ানো পরানো এবং অসম ঘরে বিবাহ দেওয়ার ভয়ে আরবরা শিশু কন্যাকে জীবন্ত পুঁতিয়া ফেলিত। ইসলামে ইহাকে কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। কোরআনে ইহারই উল্লেখ রহিয়াছে।
