মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৯
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৯। হযরত জুদামা বিনতে ওয়াহব (রাঃ) বলেন, একদা আমি আরও কতক "লোক সহকারে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইলাম, তখন তিনি বলিতেছিলেন : আমি 'গীলা' নিষেধ করিতে ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু আমি রোমান ও ইরানীদের দিকে দেখিলাম। দেখি তাহারা 'গীলা' করে; অথচ ইহা তাহাদের সন্তানদের কোন ক্ষতি করে না। অতঃপর লোকেরা তাঁহাকে 'আযল' সম্পর্কে জিজ্ঞাসা করিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা হইল জীবন্ত কন্যা পুঁতিয়া দেওয়া; তবে প্রচ্ছন্নভাবে। ইহা আল্লাহর এই কালামের অন্তর্গত—“যখন জীবন্ত পোঁতা কন্যাকে জিজ্ঞাসা করা হইবে।” —মুসলিম
وَعَن جذامة بِنْتِ وَهْبٍ قَالَتْ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ: «لقد هَمَمْت أَن أَنْهَى عَنِ الْغِيلَةِ فَنَظَرْتُ فِي الرُّومِ وَفَارِسَ فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا» . ثُمَّ سَأَلُوهُ عَنِ الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَلِكَ الوأد الْخَفي وَهِي (وَإِذا الموؤودة سُئِلت)

رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

(ক) 'গীলা' স্তন্যদানকালে স্ত্রীর সাথে সহবাস করা। (খ) খাওয়ানো পরানো এবং অসম ঘরে বিবাহ দেওয়ার ভয়ে আরবরা শিশু কন্যাকে জীবন্ত পুঁতিয়া ফেলিত। ইসলামে ইহাকে কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। কোরআনে ইহারই উল্লেখ রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৯ | মুসলিম বাংলা