মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৭
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৭। সেই হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 'আযল' সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন: প্রত্যেক পানি দ্বারাই সন্তান সৃষ্টি হয় না, আর আল্লাহ্ যখন কোন জিনিস সৃষ্টির ইচ্ছা করেন, কোন কিছুই উহাকে রোধ করিতে পারে না। -মুসলিম
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَزْلِ فَقَالَ: «مَا مِنْ كُلِّ الْمَاءِ يَكُونُ الْوَلَدُ وَإِذَا أَرَادَ اللَّهُ خَلْقَ شَيْءٍ لَمْ يَمْنَعْهُ شَيْءٌ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

আধুনিক পরীক্ষা দ্বারা প্রমাণিত হইয়াছে যে, এক বিন্দু শুক্রের মধ্যে অসংখ্য শুক্রকীট থাকে; আর উহাদের মাত্র একটি দ্বারাই একটি মানুষ সৃষ্টি হয়। অতএব, ‘আযল' দ্বারা উহাকে বাধা দেওয়া এক রকমের অসম্ভবই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৭ | মুসলিম বাংলা