মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনী মুস্তালিক যুদ্ধে বাহির হইলাম এবং তথায় বহু আরবীয় নারী বন্দিনীরূপে আমাদের অধিকারে আসিল। এ সময় আমাদের নারী সঙ্গমের আকাঙ্ক্ষা জাগিল এবং নারীবিহীন থাকা আমাদের পক্ষে কষ্টকর হইয়া পড়িল, কিন্তু আমরা (যুদ্ধবন্দিনীদের সাথে) 'আযল' করাকেই পছন্দ করিলাম, তাই 'আযল' করারই ইচ্ছা করিলাম, তবে বলিলাম, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করিয়াই কি আমরা 'আল' করিব, অথচ তিনি আমাদের মধ্যে আছেন? সুতরাং আমরা তাহাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেনঃ না করিলেও তোমাদের কোন ক্ষতি হইবে না। কেননা, কিয়ামত পর্যন্ত যেসকল লোক হইবার আছে তাহারা হইবেই। — মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةِ بَنِي الْمُصْطَلِقِ فَأَصَبْنَا سَبْيًا مِنْ سَبْيِ الْعَرَب فاشتهينا النِّسَاء واشتدت عَلَيْنَا الْعُزْبَةُ وَأَحْبَبْنَا الْعَزْلَ فَأَرَدْنَا أَنْ نَعْزِلَ وَقُلْنَا: نَعْزِلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا قَبْلَ أَنْ نَسْأَلَهُ؟ فَسَأَلْنَاهُ عَن ذَلِك فَقَالَ: «مَا عَلَيْكُمْ أَلَّا تَفْعَلُوا مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا وَهِيَ كَائِنَةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৬ | মুসলিম বাংলা