মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৫
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৫। সেই হযরত জাবের (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, হুযুর, আমার একটি দাসী আছে। সে আমাদের খেদমত করে। আমি তাহাকে উপভোগ করি, অথচ তাহার গর্ভধারণ করাকে আমি পছন্দ করি না। হুযুর বলিলেন : ইচ্ছা করিলে 'আযল' করিতে পার। তবে তাহার জন্য যাহা (তকদীরে) নির্ধারিত আছে তাহা হইবেই। রাবী বলেন, কিছুদিন অপেক্ষার পর সে ব্যক্তি পুনরায় তাহার নিকট আসিয়া বলিল, হুযুর, দাসীটি গর্ভধারণ করিয়াছে। হুযুর বলিলেন, আমি তোমাকে পূর্বেই বলিয়াছি, তাহার যাহা হইবার 'মোকাদ্দার' আছে তাহা হইবেই। — মুসলিম
وَعَنْهُ قَالَ: إِنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن لي جَارِيَةً هِيَ خَادِمَتُنَا وَأَنَا أَطُوفُ عَلَيْهَا وَأَكْرَهُ أَنْ تَحْمِلَ فَقَالَ: «اعْزِلْ عَنْهَا إِنْ شِئْتَ فَإِنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا» . فَلَبِثَ الرَّجُلُ ثمَّ أَتَاهُ فَقَالَ: إِن الْجَارِيَة قد حبلت فَقَالَ: «قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

'আমি তাহার গর্ভধারণ করাকে পছন্দ করি না'—ইহা দ্বারা সে হুযুরের নিকট 'আযল' করার অনুমতিই চাহিতেছিল। তাই হুযুর (ﷺ) ঐরূপ বাক্য দ্বারা তাহাকে অনুমতি দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৫ | মুসলিম বাংলা