মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৮৪
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৪। সেই হযরত জাবের (রাঃ) বলেন, আমরা 'আযল' করিতাম কোরআন নাযিল
হইতে থাকাকালে। — মোত্তাঃ
কিন্তু মুসলিমের বর্ণনায় অতিরিক্ত আছে, এ খবর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়াছিল, কিন্তু তিনি আমাদেরকে নিষেধ করেন নাই।
হইতে থাকাকালে। — মোত্তাঃ
কিন্তু মুসলিমের বর্ণনায় অতিরিক্ত আছে, এ খবর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়াছিল, কিন্তু তিনি আমাদেরকে নিষেধ করেন নাই।
وَعنهُ كُنَّا نَعْزِلُ وَالْقُرْآنُ يَنْزِلُ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَزَادَ مُسْلِمٌ: فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلم ينهنا
হাদীসের ব্যাখ্যা:
'আযল' মানে সঙ্গমকালে বীর্য যোনির ভিতরে না ফেলিয়া বাহিরে ফেলা । ইহা জায়েয না-জায়েযের বিস্তারিত আলোচনা পরে আসিতেছে।
