মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮৩
৫. প্রথম অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৮৩। হযরত জাবের (রাঃ) বলেন, ইহুদীরা বলে, যখন কোন ব্যক্তি পিছন দিক হইতে আপন স্ত্রীর লজ্জাস্থান উপভোগ করে, তখন সন্তান টেড়া চক্ষুবিশিষ্ট হয়। ইহার প্রতিবাদে এই আয়াত নাযিল হয় "তোমাদের স্ত্রীরা হইতেছে তোমাদের কৃষিক্ষেত্র। সুতরাং উহাতে তোমরা প্রবেশ করিতে পার যেমন ইচ্ছা" (সূরা বাকারা, আয়াত ২২৩)। — মোত্তাঃ
بَابُ الْمُبَاشَرَةِ: الْفَصْل الأول
عَنْ جَابِرٍ قَالَ: كَانَتِ الْيَهُودُ تَقُولُ: إِذَا أَتَى الرَّجُلُ امْرَأَتَهُ مِنْ دُبُرِهَا فِي قُبُلِهَا كَانَ الْوَلَد أَحول فَنزلت: (نساوكم حرث لكم فَأتوا حَرْثكُمْ أَنى شِئْتُم)

হাদীসের ব্যাখ্যা:

'যেমন ইচ্ছা'—অর্থাৎ, লজ্জাস্থান যেমন ইচ্ছা ব্যবহার করিতে পার, গুহ্যস্থান নহে। গুহ্যস্থান ব্যবহার করা হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮৩ | মুসলিম বাংলা