মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৭৯
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একটি স্ত্রীলোক মুসলমান হইল এবং স্বামী গ্রহণ করিল। অতঃপর তাহার প্রথম স্বামী নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমিও মুসলমান হইয়াছি এবং আমার ইসলামের খবর আমার স্ত্রী জানে। (ইহা শুনিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে তাহার দ্বিতীয় স্বামী হইতে ছিনাইয়া প্রথম স্বামীকে দিলেন। অপর এক বর্ণনায় আছে— সে বলিল, আমার স্ত্রী আমার সাথেই মুসলমান হইয়াছে। সুতরাং তিনি তাহাকে তাহার নিকট ফিরাইয়া দিলেন। –আবু দাউদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَسْلَمَتِ امْرَأَةٌ فَتَزَوَّجَتْ فَجَاءَ زَوْجُهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ أَسْلَمْتُ وَعَلِمَتْ بِإِسْلَامِي فَانْتَزَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَوْجِهَا الْآخَرِ وَرَدَّهَا إِلَى زَوْجِهَا الْأَوَّلِ وَفِي رِوَايَةٍ: أَنَّهُ قَالَ: إِنَّهَا أَسْلَمَتْ مَعِي فَرَدَّهَا عَلَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
‘ধর্ম বা দেশ বিভিন্ন থাকার পর’–ধর্ম বিভিন্ন থাকার উদাহরণ হইল ওলীদের কন্যা ও উম্মে হাকীম। ইঁহারা যখন মুসলমান হন তখন তাঁহাদের স্বামীরা কাফের ছিল। অর্থাৎ, স্বামী-স্ত্রীর ধর্ম বিভিন্ন ছিল। পরে স্বামীরা মুসলমান হন এবং স্বামী-স্ত্রীর ধর্ম এক হয়। দেশ বিভিন্ন থাকার উদাহরণ হইল, হুযূর (ﷺ)-এর কন্যা বিবি যয়নাব ও তাঁহার স্বামী আবুল আস। যয়নাব মক্কায় প্রথম যুগেই মুসলমান হইয়া যান এবং পরে মদীনায় হিজরত করেন। তাঁহার স্বামী কাফের দেশ (দারুল হরব) মক্কায় থাকিয়া যায়। বদর যুদ্ধের পর যখন তিনি মুসলমান হন ও মদীনায় আসেন, তখন স্বামী-স্ত্রী উভয়ের দেশ এক হয়। ইহাতে বুঝা গেল যে, স্বামী-স্ত্রীর ধর্ম বা দেশ প্রথমে বিভিন্ন থাকিলেও পরে যখন এক হইয়া যায়, তখন তাহাদের পূর্ব বিবাহ বহাল থাকে।
