মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৮০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৮০। শরহে সুন্নায় বর্ণিত আছে, নারীদের মধ্যে একদলকে নবী করীম (ﷺ) তাহাদের প্রথম বিবাহের বন্ধনে তাহাদের প্রথম স্বামীদের নিকট ফিরাইয়া দিয়াছেন, তাহাদের ধর্ম ও দেশ বিভিন্ন থাকার পর যখন উভয়ের নিকট ইসলাম পাওয়া গেল। ইহাদের মধ্যে একজন হইল ওলীদ ইবনে মুগীরার কন্যা। সে সাফওয়ান ইবনে উমাইয়ার স্ত্রী ছিল। সে মক্কা বিজয়ের তারিখে মুসলমান হইল আর তাহার স্বামী ইসলাম হইতে পালাইয়া গেল। অতঃপর তাহাকে নিরাপত্তা দানের চিহ্নস্বরূপ রাসূলুল্লাহ (ﷺ)-এর চাদর মোবারকসহ তাহার চাচাত ভাই ওয়াহব ইবনে ওমায়রকে তাহার নিকট পাঠান হইল। যখন সে ফিরিয়া আসিল, রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে চারি মাস ঘুরিয়া বেড়াইবার অবকাশ দিলেন, অবশেষে সে মুসলমান হইয়া গেল আর তাহার স্ত্রী তাহার নিকট রহিল। ইহাদের দ্বিতীয়জন হইল হারেস ইবনে হেশামের কন্যা উম্মে হাকীম –আবু জাহলের পুত্র ইকরেমার স্ত্রী। সে মক্কা বিজয়ের তারিখে মুসলমান হয় আর তাহার স্বামী ইসলাম হইতে পালাইয়া ইয়ামনে চলিয়া যায়। অতঃপর উম্মে হাকীম তাহার নিকট ইয়ামনে যাইয়া পৌঁছে এবং তাহাকে ইসলামের দাওয়াত দেয়। ইহাতে সে মুসলমান হইয়া যায় এবং উভয়ে পূর্ব বিবাহে বহাল থাকে। মালেক হযরত ইবনে শেহাব হইতে মুরসালরূপে ইহা রেওয়ায়ত করিয়াছেন।
وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ جَمَاعَةً مِنَ النِّسَاءِ رَدَّهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنِّكَاحِ الأول على أَزوَاجهنَّ عِنْد اجْتِمَاع الإسلاميين بَعْدَ اخْتِلَافِ الدِّينِ وَالدَّارِ مِنْهُنَّ بِنْتُ الْوَلِيدِ بْنِ مُغِيرَةَ كَانَتْ تَحْتَ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ فَأَسْلَمَتْ يَوْمَ الْفَتْحِ وَهَرَبَ زَوْجُهَا مِنَ الْإِسْلَامِ فَبعث النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ ابْنَ عَمِّهِ وَهْبَ بْنَ عُمَيْرٍ بِرِدَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَانًا لِصَفْوَانَ فَلَمَّا قَدِمَ جَعَلَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْيِيرَ أَرْبَعَةِ أَشْهُرٍ حَتَّى أَسْلَمَ فَاسْتَقَرَّتْ عِنْدَهُ وَأَسْلَمَتْ أَمُّ حَكِيمٍ بِنْتُ الْحَارِثِ بْنِ هِشَامٍ امْرَأَةُ عِكْرِمَةَ بْنِ أَبِي جَهْلٍ يَوْمَ الْفَتْحِ بِمَكَّةَ وَهَرَبَ زَوْجُهَا مِنَ الْإِسْلَامِ حَتَّى قَدِمَ الْيَمَنَ فَارْتَحَلَتْ أَمُّ حَكِيمٍ حَتَّى قَدِمَتْ عَلَيْهِ الْيَمَنَ فَدَعَتْهُ إِلَى الْإِسْلَامِ فَأَسْلَمَ فَثَبَتَا عَلَى نِكَاحِهِمَا. رَوَاهُ مَالِكٌ عَنِ ابْنِ شهَاب مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৮০ | মুসলিম বাংলা