মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৭৮
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৮। তাবেয়ী যাহ্হাক ইবনে ফায়রুয দায়লামী তাঁহার বাপ হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমি ইসলাম গ্রহণ করিয়াছি; অথচ আমার অধীনে দুই ভগিনী এক সাথে আছে। তিনি বলিলেনঃ দুইটির মধ্যে একটিকে রাখ যাহাকে চাহ। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزٍ الدَّيْلَمِيِّ عَنْ أَبِيهِ قَالَ: قَلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْلَمْتُ وتحتي أختَان قَالَ: «اختر أيتها شِئْتَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
