মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৭৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৫। হযরত আবুততুফাইল গানাবী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর সাথে বসিয়া আছি, এমন সময় একজন স্ত্রীলোক আসিলেন। নবী করীম (ﷺ) তাঁহার জন্য আপন চাদর বিছাইয়া দিলেন আর তিনি উহার উপর বসিয়া গেলেন। যখন তিনি চলিয়া গেলেন, লোকেরা বলিল, ইনিই নবী করীম (ﷺ)-কে দুধ পান করাইয়াছিলেন। —আবু দাউদ
وَعَنْ أَبِي الطُّفَيْلِ الْغَنَوِيِّ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ فَبَسَطَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رِدَاءَهُ حَتَّى قَعَدَتْ عَلَيْهِ فَلَمَّا ذَهَبَتْ قِيلَ هَذِهِ أَرْضَعَتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
তাঁহার নাম বিবি হালীমা। 'চাদর বিছাইয়া দিলেন' – ইহাতে বুঝা গেল যে, দুধ-মার সম্মান করা উচিত এবং হুযূর (ﷺ) কত বিনয়ী ছিলেন।
আবুততুফাইল (তুফাইলের বাপ) কুনিয়াত, নাম আমের। ইনিই 'সাহাবীদের মধ্যে সর্বশেষে ১০২ হিজরীতে মক্কায় এন্তেকাল করিয়াছেন। হুযুর (ﷺ)-এর এন্তেকালের সময় তাঁহার বয়স ছিল ৮ বৎসর।
আবুততুফাইল (তুফাইলের বাপ) কুনিয়াত, নাম আমের। ইনিই 'সাহাবীদের মধ্যে সর্বশেষে ১০২ হিজরীতে মক্কায় এন্তেকাল করিয়াছেন। হুযুর (ﷺ)-এর এন্তেকালের সময় তাঁহার বয়স ছিল ৮ বৎসর।
